জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ২৪ মার্চ, ২০১২

সহজ কিন্তু ভুলে যাই

কিছু কিছু সহজ বিষয় আছে যা কিনা অনেক সময় ভুলে যাই।কিন্তু এই বিষয় গুলো খুবিই প্রয়োজনীয় হয়ে পরে……নিম্নে তা দেয়া হলো……..
ওয়েব সাইটের url লেখার শর্টকাট:
কোন সাইটের ইউআরএল এর মধ্যের অংশটুকু লিখে Ctrl ও Enter বাটন একসাথে চাপ দিন www. ও .com সয়ংক্রিয়ভাবে বসে যাবে। যেমন: google লিখে Ctrl+Enter দিলে এটি সয়ংক্রিয়ভাবে www.google.com হয়ে যাবে। Internet Explorer ও Mozilla Firefox এ এই শর্টকাট কাজ করে।
ভুলে কোন ফাইল ডিলিট করে দিলে : সাথে সাথে Ctrl চেপে ধরে Z চাপ দিন।
এক্সপিতে ডেস্কটপ লক করার শর্টকাট : WinKey চেপে ধরে L বাটন চাপ দিন।
কপি/পেস্ট এর কিবোর্ড শর্টকাট : কপি- Ctrl+c এবং পেস্ট- Ctrl+v
নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করার সহজ পদ্ধতি: নেটওয়ার্ক প্রিন্টার ইনস্টল করার সহজ পদ্ধতি হচ্ছে উইন্ডোজের এড্রেসবারে ডাবল শ্লেস দিয়ে যে কম্পিউটারটাতে প্রিন্টার লাগানো আছে তার নাম লিখে এন্টার দিন (যেমনঃ- \\computername)। শেয়ার করা প্রিন্টারটা দেখাবে। ওটার উপর রাইট মাউস ক্লিক করে connect এ ক্লিক করুন। উইন্ডোজ ৯৮ এ connect এর পরিবর্তে Install লেখা থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন