জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ২৮ মার্চ, ২০১২

Fileserve.com শেয়ারিং সাইটের সাথে পরিচিত হই ও ফাইল শেয়ার করে ডলার কামাই করি!!

৭৮৬
undefined
আসাসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
বিগত পোষ্টে ফাইল শেয়ারিং সাইট Migahost এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম।এখানে ইনকাম বিষয়ে কিছু আলেচনা করা হয়েছিল। আজ তেমনই একটি সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে এর fileserve.com । এই ফাইল শেয়ারিং সাইটের মাধ্যমেও ফাইল ডাউনলোড করে ইনকাম করা যায়।
undefined
তাহলে আসুন কাজ করবার পূর্বে এই সাইট সম্পর্কে কিছু জেনে নিই-

১। ফাইল আপলোড/ডাউনলোড করেই যে কোনভাবে ইনকাম করা যাবে। ৫০০ গিগাবাইট স্পেস ফ্রী পাচ্ছেন।
২। ফাইলসার্ভ একটি অনেক বড় ও পরিচিত প্রতিষ্ঠান।  এটি স্ক্যাম/পিটিসি/বাকস বা পিটিজিআর থেকে সম্পূর্ণ মুক্ত।
৩। এই সাইটে গিয়ে নিজের নাম লেখার (বিনামুল্যে অথবা প্রিমিয়াম মেম্বারশীপ), ফাইল আপলোড করুন। যে কেউ ডাউনলোড করলে আপনি অর্থ পাবেন। অর্থের পরিমান নির্ভর করে কোন দেশ থেকে, কতবার ডাউনলোড করা হয়েছে এবং ডাউনলোড ফাইলের সাইজ কত। অনেক কোম্পানী আমেরিকা-বৃটেন-কানাডার ডাউনলোডের জন্য টাকা দেয়, এরা দেয় সব দেশের জন্যই।
৪। অবশ্য ইনকাম রেট হিসাবে এখানে  বিশ্বের দেশগুলিকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। এ হচ্ছে আমেরিকা, বৃটেন এবং কানাডা। বি হচ্ছে ফ্রান্স, জার্মানী, স্পেন, ইত্যালি, অষ্ট্রেলিয়া ইত্যাদি দেশ। সি হচ্ছে রাশিয়া, পোল্যান্ড, চেক থেকে শুরু করে জাপান, সিংগাপুর, মালয়েশিয়া, কাতার, কুয়েত, সৌদিআরব, দক্ষিন আফ্রিকা, ব্রাজিল ইত্যাদি দেশ। আর শেষ ভাগে বাকি দেশগুলি।
৫। এখানে আপনার ফাইল যদি ৫০ মেগাবাইটের মধ্যে হয় তাহলে প্রতি ১ হাজার এ ক্যাটাগরীর ডাউনলোডের জন্য পাবেন ৩ ডলার, ডি ক্যাটাগরীতে ০.৫০ ডলার। ফাইল সাইজ ৪৫০ থেকে ১ গিগাবাইট হলে এ ক্যাটাগরিতে ২৫ ডলার, ডি ক্যাটাগরীতে ৫ ডলার। অন্য দুই ক্যাটাগরীর অর্থ এদের মাঝামাঝি।
৬।সর্বনিম্ন ২০ ডলার হলেই এলার্টপে, পেপাল বা ওয়েবমানি সাইটের মাধ্যমে অর্থটা নিজের পাকেটে নিয়ে আসতে পারবেন।
এই সাইটে কাজ করতে হলে যা অনুসরন করতে হবে-
১। এই সাইটে গিয়ে নিবন্ধন করে ফ্রিভাবে সদস্য হওয়া যাবে ।
২। ফাইল আপলোড করা যাবে (১ মেগাবাইট থেকে ১ গিগাবাইট পর্যন্ত সাইজ গ্রহনযোগ্য)।
আপলোডের পর সেটা ডাউনলোডের একটি লিংক পাওয়া যাবে  তা ব্যবহার করুন আপনার ওয়েবসাইট, ব্লগ, ফেসবুক, ইমেইল ইত্যাদি যে কোন সাইটে।
৩। টাকা উঠানোর জন্য পেপাল বা অন্য পদ্ধতি ঠিক করে দিতে হবে। যাতে কেউ ডাউনলোড করলেই আপনার একাউন্টে টাকা জমা হবে।

এই সাইটে নিবন্ধনের জন্য এই লিংকে ক্লিক করুন-
undefinedঅতপর Sign Up Now তে ক্লিক করলে নিম্নরুপ এন্টারফেস আসবে।অতপর সবকিছু পূরন করে Create Account এ-ক্লিক করতে হবে।
মেইলে একটি ম্যাসেজ যাবে।মেইল বক্সে গিয়ে তা চেক করুন। অতপর fileserve.com এ- ইউজার নেম ও পাস ওয়ার্ড দিয়ে সাইন -ইন করুন। পরকর্তী ফাইল আপলোডের বাকি কাজ নিজেই করতে পারবেন।

আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন! ভাল থাকুন!!- আল্লাহ্ হাফেজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন