জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২

এবার online এ কনভার্ট করুন DOLLAR($) to TAKA(£)……

আসসালাময়ালাইকম/আদাব,
সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোষ্ট শুরু করছি।
আমাদের অনেকেই online এ ডলার income করি। আমরা সাধারণত ডলার অনেকের কাছে sell করি। এই সময় আমরা অনেকেয় প্রতারিত হই। এখন আপনাকে প্রতারিত হতে হবেনা। আপনি এখন এই সাইট এ কনভার্ট করে দেখতে পারবেন আপনার ডলার এর আসল মূল্য। তাছাড়া আপনি এখানে ডলার এর রেট জানতে পারবেন। প্রথমে নিচের link এ যান। তারপর নিচের মতো ঘরে আপনার ডলার এর পরিমান প্রবেশ করান। কয়েক second সময় দিন। এবার দেখুন আপনার ডলার এর আসল
মল্য।
LINK :   http://adf.ly/95h12
undefined
সবাইকে ধন্যবাদ। আশা করি ভালো লাগবে। আর comment করতে ভুলবেন না।

কার কি রকম Gadgets চাই। তারাতারি এখানে চলে আসুন!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?  আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোষ্ট শুরু করছি।
আশা করছি আপনাদের ভালোলাগবে।

undefined
মোটামুটি কি কি Gadgest পাবেনঃ
১। text to speech.
2। Live TV.
৩। Love calculator.
৪। IP address Tracking.
৫। Currency Convert  সহ আরো অনেক কিছু।
(আরো Gadgest যোগ করা হচ্ছে)

তাহলে তারাতারি নিচ নিচের লিঙ্ক এ চলে যান।


তারপর আপনার পছন্দের Gadgest টি দেখুন।
তারপর কোড টি ডাউনলোড করতে To Download click hare  বাটনে ক্লিক করুন।
তারপর আপনার সাইটে সেট করুন।


ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

এবার আপনার FACEBOOK account কে দিন সর্বোচ্চ নিরাপর্তা……….

আসসালাময়ালাইকম/আদাব,
সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। বহুদিন পর আজকে পোষ্ট লিখতে বসলাম। আজকের পোষ্ট টা facebook প্রেমীদের জন্য।
বর্তমানে পৃথিবীর বহু লোক facebook ব্যবহার করে। কিন্তু নিরাপর্তার অভাবে account টি hack হয়ে যাই। কিন্তু এখন আপনার account আপনি ছাড়া আর কেও hack করতে পারবে না। এর জন্য আপনাকে যা যা করতে হবে। প্রথমে নিচের link থেকে PDF টি ডাউনলোড করে নিন। এই PDF টিতে বিস্তারিত দেয়া আছে কিভাবে আপনি আপনার facebook account কে strong করবেন। তাই তাড়াতাড়ি PDF টি ডাউনলোড করেনিন এবং facebook account কে দিন সর্বচ্ছ নিরাপর্তা।
LINK : Click Here
undefined
দোয়া করবেন পরবর্তীতে আরও ভাল পোষ্ট লিখতে পারি। আর অবসসয় comment করতে ভুলবেন না।
সবাইকে ধন্যবাদ।

বুধবার, ৩০ মে, ২০১২

ডিলিট করে দিন শত্রুর ফেসবুক একাউন্ট!!!

undefinedআশা করছি সবাই ভালো আছেন।
আজকে দারুন একটি জিনিস নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে।যা একটি অন্যায় কাজ বলতে পারেন।
আপনারা অনেকেই চান যে আপনার শত্রুর ফেসবুক একাউন্ট ডিলিট করে দিতে।কি চান না?
অবশ্যই চাইবেন যাদের চুলকানি আছে তারা।তাই একটি পোস্ট লিখতে বসে গেলাম।তবে…
১ম সাবধানতাঃএটা সম্পূর্ণ একটি শিক্ষার জন্যে লিখা।কারও ক্ষতির জন্যে না।কেউ যদি এটা করেন কারও ক্ষতির জন্যে তবে নিজ দায়িত্বে করবেন।এতে আমি কোন প্রকারের দায়ী থাকবো না।

যদি থাকি তবে আপনি এখনি এই পোস্ট Ignore করতে Leave করুন পেজ।আপনার আর পড়ার দরকার নেই।

যাক,কেউ রাগ করলে আমার কিছু যাবেনা আসবেনা।

২য় সাবধানতাঃ যেই একাউন্ট ডিলিট করে দিবেন তা আর কখনই ফেরত পাবেন না।
এই কাজটা করতে আপনাকে বেশ কিছু স্টেপ পার হতে হবে।কি সেই স্টেপ গুলো?
আসুন জেনে নিই।
কি কি লাগবে এই কাজ করতেঃ
.যিনি ভিকটিম তার ফেসবুক প্রোফাইল লিঙ্ক।এটা আপনি সহজেই পাবেন।
.ভিকটিমের ইমেইল আইডি,যেটা দিয়ে তিনি লগ ইন করতে ব্যাবহার করে।
.ভিকটিমের জন্ম তারিখ(তারিখ/মাস/বছর) যা তিনি প্রোফাইলে ব্যাবহার করেছে।
.ভিকটিমের ফেসবুক প্রোফাইলের নামের প্রথম এবং দ্বিতীয় অংশ দিয়ে একটি ফেইক ইমেইল আইডি বানাবেন ইয়াহু অথবা জিমেইল এ।
নিচের লিঙ্ক টি তে যান
এখানে আপনি এই ছবির মত দেখতে পাবেন।
undefined
এখন যা যা করনীয়ঃ
.আপনি যেই ফেইক ইমেইল আইডি বানিয়েছিলেন তা উপরে দিন।
.আপনার সমস্যার সমাধানের জন্যে ফেসবুক থেকে আপনি একটা ইমেইল পাবেন।আপনি সেই ইমেইলে রিপ্লাই দিবেন এভাবেঃ I cannot access my Facebook and even I cannot access my Email ID associated with this account.
এখানে আপনার কাছে ফেসবুক যেইসব ইনফরমেশন চাইতে পারে তা উপরের ১,২,৩ নং এ দেয়া আছে।
.এখন আপনার কাজ শুধু পাহারা দেওয়া যে ভিকটিম তার ফেসবুক একাউন্ট ওপেন করে কিনা।সে যদি ফেসবুক একাউন্ট ওপেন না করে তবে ফেসবুক থেকে আপনার কাছে সেই ফেইক ইমেইল আইডি তে একটি ইমেইল আসবে এভাবে Are you access associated Email Account or not?” এখন আপনি আগের মত একই কথা লিখে রিপ্লাই দিন আবার।
.পরের দিন আপনি ফেসবুক থেকে ইমেইল পাবেন “your account has been Disabled:-D
.এখন আপনার কাজ শেষ।কিন্তু আবারও বলছি যে,১ম এবং ২য় “সাবধানতা” ফলো করবেন দয়া করে।
তাহলে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন।
খোদা হাফেজ।

কিভাবে যেকোনো সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন তৈরি করবেন?

লেখাটি অনেক সংক্ষিপ্ত আকারে ছিল। ফলে বুঝতে অনেক সমস্যা হয়েছিল। তাছাড়া প্রয়োজনীয় ছবি না দেওয়ায় আমার মতে লেখাটি স্বংসম্পুর্ন ছিল না। তাই চিন্তা করলাম কিভাবে ব্যাপারটি আরো সহজভাবে উপস্থাপন করা যায়। সেই চিন্তা থেকেই আজকের এই প্রচেষ্টা। ছবিসহ সমৃদ্ধ একটা পিডিএফ তৈরি করে ফেললাম।
নতুন পোস্ট… তাই যেকোনো ধরনের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর একটি কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো আর দেরি কেন…নিচের লিংক থেকে ডাউনলোড করে ফেলুন ছোট্ট এই পিডিএফ ফাইলটি…

http://www.mediafire.com/?uhy9vb6re3n7v6t

কিভাবে যেকোনো সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন তৈরি করবেন?

কিছু দিন আগে পিসি হেল্প লাইনেই এই শিরোনামে একটা লেখা পাই। তো সেখানে থাকেই অণুপ্রাণিত হই এই পোস্টটি দিতে।
লেখাটি অনেক সংক্ষিপ্ত আকারে ছিল। ফলে বুঝতে অনেক সমস্যা হয়েছিল। তাছাড়া প্রয়োজনীয় ছবি না দেওয়ায় আমার মতে লেখাটি স্বংসম্পুর্ন ছিল না। তাই চিন্তা করলাম কিভাবে ব্যাপারটি আরো সহজভাবে উপস্থাপন করা যায়। সেই চিন্তা থেকেই আজকের এই প্রচেষ্টা। ছবিসহ সমৃদ্ধ একটা পিডিএফ তৈরি করে ফেললাম।
নতুন পোস্ট… তাই যেকোনো ধরনের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর একটি কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো আর দেরি কেন…নিচের লিংক থেকে ডাউনলোড করে ফেলুন ছোট্ট এই পিডিএফ ফাইলটি…

http://www.mediafire.com/?uhy9vb6re3n7v6t

উইন্ডোজ ৭ এর লুকানো ওয়ালপেপার ও থিম গুলো বের করে নিন সহজেই ((না দেখলে পুরাই মিস))!!

আপনি যখন উইন্ডোজ ৭ ইন্সটল করেন তখন এটি আপনার কাছে জানতে চায় যে আপনি কোন Language, time and currency format ইন্সটল করতে চান। বেশির ভাগ ক্ষেত্রে আমরা English (United States) ইন্সটল করে থাকি। ফলে উইন্ডোজ নিজে থেকে Personalize এ USA এর বিভিন্ন থিম, ওয়ালপেপার, স্ক্রিনসেভার ইন্সটল করে থাকে। কিন্তু উইন্ডোজে আরো কয়েকটি দেশের থিম, ওয়ালপেপার লুকায়িত থাকে যা আমরা অনেকেই জানি না।
তো চলুন জেনে নিই কিভাবে ঐ সকল ওয়ালপেপার, থিম আমরা পেতে পারি। এর জন্য প্রথমে Start মেনুর সার্চ বক্সে গিয়ে টাইপ করুন C:\Windows\Globalization\MCTএবং এন্টার চাপুন (যদি অন্য কোনো ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করা থাকে তবে Cএর জায়গায় ঐ ড্রাইভের Block letterদিতে হবে)।
তাহলে একটি নতুন উইন্ডো তে কিছু সাবফোল্ডার দেখাবে। এই ফোল্ডার গুলোতে আপনি পাবেন Australia, Canada, South Africa, United Kingdom, United States এর বিভিন্ন লোকেশন এর ওয়ালপেপার এবং থিম।
এখানে আপনি যে থিম টি ইন্সটল করতে চান সেটিতে ডাবল ক্লিক করলেই দেখবেন যে সেটি Control Panel এর Personalize গিয়ে My themesএ সেভ হয়েছে এবং থিম টি ইন্সটল হয়েছে। আর একটি কথা…অন্যান্য থিমের মতো এই থিম গুলো আপনার কম্পিউটার কে স্লো করবে না।

পোর্টেবল Kaspersky TDSSKiller মাত্র ১.৯৪ মেগা

আপনার পিসির লুকানো পোকা-মাকড় খুজে বের করতে এবং তাদেরকে মেরে ফেলতে নিয়ে এলাম ক্যাসপাস্কাই এর টিডিএসএস কিলার। যা পোর্টেবল এবং মাত্র ১.৯৪ মেগা। এটা ইনষ্টল করার প্রয়োজন নাই। শুধু ডাউনলোড করুন এবং র‌্যার ফাইলটি আনর‌্যার করুন।

এবার ওপেন করে Start Scan এ ক্লিক করুন ।
এটা যেসব কীটগুলো ফাইন্ড করতে সক্ষম তার একটি লিষ্ট আপনাদেরকে দিয়ে দিলাম নিচে >
Rootkit.Win32.TDSS, Rootkit.Win32.Stoned.d, Rootkit.Boot.Cidox.a, Rootkit.Boot.SST.a, Rootkit.Boot.Pihar.a,b,c, Rootkit.Boot.CPD.a, Rootkit.Boot.Bootkor.a, Rootkit.Boot.MyBios.b, Rootkit.Win32.TDSS.mbr, Rootkit.Boot.Wistler.a, Rootkit.Win32.ZAccess.aml,c,e,f,g,h,i,j,k, Rootkit.Boot.SST.b, Rootkit.Boot.Fisp.a, Rootkit.Boot.Nimnul.a, Rootkit.Boot.Batan.a, Rootkit.Boot.Lapka.a, Rootkit.Boot.Goodkit.a, Rootkit.Boot.Clones.a, Rootkit.Boot.Xpaj.a, Rootkit.Boot.Yurn.a, Rootkit.Boot.Prothean.a, Backdoor.Win32.Trup.a,b, Backdoor.Win32.Sinowal.knf,kmy, Backdoor.Win32.Phanta.a,b, Virus.Win32.TDSS.a,b,c,d,e, Virus.Win32.Rloader.a, Virus.Win32.Cmoser.a, Virus.Win32.Zhaba.a,b,c, Trojan-Clicker.Win32.Wistler.a,b,c, Trojan-Dropper.Boot.Niwa.a, Trojan-Ransom.Boot.Mbro.d, e, Trojan-Ransom.Boot.Siob.a, Trojan-Ransom.Boot.Mbro.f. 
আরে ভাই অবাক হচ্ছেন ? অবাক হওয়ার কিছু নাই. ছোট লঙ্কায় ঝাল একটু বেশীই থাকে । তাই সাইজ ছোট হলে কি হবে…….
আর এই কীটগুলোর কারনে কিন্তু পিসি অনেক স্লো হয়ে থাকে….. সকলধরনের স্পীড কমে যায়। তাই দেরী না করে এখুনি এটাকে কাজে লাগান ।
ডাউনলোড লিংক >http://www.mediafire.com/?ariya8v2d021z17
ধন্যবাদ সবাইকে ; নিজে জানুন অন্যকে জানান।

ফেসবুক টাইমলাইন ডিএকটিভ করছেন?ভুল করলেননা তো!!!

undefined
আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
undefined
ফেসবুকের নতুন আবিস্কার টাইমলাইন  নিয়ে অনেকেরই মাথাব্যাথা।এটা আমাদের জন্য একটা বিরক্তিকর বটেযখন আমরা লিমিটেড নেট ব্যাবহার করি।কিন্তু উন্নত বিশ্ব কি লিমিটেড নেট এর কথা চিন্তা করেছে?অনেক বড় বড় বিদেশি সাইট ঘেঁটে যা বুঝলাম তার সারমর্ম এমন,টাইমলাইন দিয়ে ফেসবুক তার ব্যাবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতে চাচ্ছেন।যেটার কিছু কিছু ভালো দিক আমরা ইতি মধ্যে পেয়েছি।আজ এই ফেসবুক টাইমলাইনের আরেকটি সুন্দর জিনিস আপনাদের জানিয়ে দিব।অনেকেই জানেন হয়তো এটা নিয়ে।কিন্তু যারা জানেন না তাদের কাছ থেকে ধন্যবাদ পাব এই আশা করি। :-D
এছাড়াও পরবর্তীতে এই টাইমলাইন নিয়ে আমি আরও কিছু লিখব আপনাদের জন্য সব দারুন দারুন ফিচার সহ
আজ ফেসবুক টাইমলাইন প্রোফাইল কভার ফটো নিয়ে লিখছি।আপনি ভেবে দেখুন এই কভার ফটো টা আপনার সুন্দর একটি ব্যাক্তিত্ব কে ফুটিয়ে তুলবে।যা অন্য একজন ফেসবুক ব্যাবহারকারী আপনার প্রোফাইল দেখলেই  মুগ্ধ হয়ে যাবেঅন্যকে মুগ্ধ করার জন্য প্রথমে আপনার প্রোফাইলে যেটা দেখা যাবে তাই হচ্ছে টাইমলাইন প্রোফাইল কভার ফটো।
undefined
আমি আজ ১০ টি সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের,যেখানে আপনি পাবেন সব রঙ-বেরঙের কভার ফটো কাস্টোমাইজ এর সুবিধা।প্রতিদিন ইচ্ছেমত প্রোফাইলের কভার ফটো কে পাল্টিয়ে আপনার বন্ধুকে চমকে দিন।
যেহেতু নতুন বছর তাই প্রথমে নতুন বছরের কিছু টাইমলাইন কভার ফটো আপনার দরকার।আমি যেসব সাইট দিচ্ছি তার থেকে বেশকিছু সাইটেই আছে নতুন বছরের ফেসবুকের টাইমলাইন কভার ফটো।এইসব সাইটে গেলেই আপনি খুব সহজেই বুঝে যাবেন কোথায় কি করতে হবে।কিছু সাইট আছে যেখানে তাদের মনগড়া ফ্রেমে বা ছবিতে কভার ফটো বানাতে পারবেন।আর কিছু আছে আকর্ষণীয় কভার ফটো কাস্টোমাইজেশন।যেখানে নিজের ইচ্ছেমত ছবি আপলোড করে কভার ফটোর ব্যাকগ্রাউন্ডসহ কাস্টোমাইজ করতে পারবেন।নিচের সাইট গুলো ভিসিট করুন আর মনের মত সব টাইমলাইন কভার ফটো বানিয়ে নিন।
undefinedundefined


সাইট ৩ এই সাইটে আপনাকে ফেসবুকের একটি এপ্লিকেশন একসেস করতে হবে।করার সময় Allow বাটনে ক্লিক করার আগে আমার লেখা এই পোস্ট টি দেখুন সাবধানতা অবলম্বনের জন্যে।


সাইট ৫ এই সাইট টি আপনাকে সত্যি আসাধারন মজা দিবে নিজস্ব রঙে টাইমলাইন কভার ফটো বানাতে।অসাধারন একটি  সাইট কাস্টোমাইজেশন সাইট এটি।

সাইট ৬ এটিও ৫ নং সাইটের মতই দারুন একটি কাস্টোমাইজেশন সাইট।





এইসব সাইট ছাড়াও কিছু সাইট আছে যেখানে রেজিস্ট্রেশন করতে হয়।তাই ওইসব সাইট দিলাম না।কারণ মশা মারতে কামান দাগা করাটা একদম পছন্দ না।

তাহলে পছন্দ মত টাইমলাইন প্রোফাইল কভার ফটো বানাতে থাকুন।আমি আজ বিদায় নিচ্ছি।সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা।
ওহ! যাওয়ারআগেএকটাছোটটিপসদেই :-P ।টাইমলাইনকভারফটোনিজেইনিজেরপছন্দমতবানাতেপারবেন।সাইজহচ্ছেঃ850px X 315px
সবাইভালোথাকবেন।লেখাটিভালোলাগলেজানাবেন।আরকেমনটাইমলাইনপ্রোফাইলকভারফটোবানালেনতাদেখাতেপারেন। :-D

কিভাবে চিনবেন ফেইক ফেসবুক আইডি?


বরাবরের মতই লিখতে ইচ্ছে হল সবার প্রিয় ফেসবুক নিয়ে।আজ যেই বিষয় টা নিয়ে লিখছি তা সবার জানা একটি বিষয়


আবার দেখা যায় অনেকের ফেসবুকের চালানোর পুরাতন অভিজ্ঞতা থেকেই আইডি দেখেই বলে দিতে পারেন কোনটা আসল আর কোনটা ফেইক।এটা নিয়ে ফেসবুক ডেভেলপারদের পেজে গেলেই আসল নকল বুঝা যায়।তাই সেখান থেকে কিছু তথ্য নিয়ে সবার সাথে শেয়ার করলাম।
ফেসবুক,আমাদের বাস্তবিক জীবনের একটি ব্যতিক্রমি প্রতিফলনএটা সামাজিক যোগাযোগের একটি অন্যতম মাধ্যম।বর্তমানে ফেসবুকে আসল আইডির  চেয়ে তুলনামূলক ভাবে চোখে পরে বেশি ফেইক আইডি।তাই চেনা মুশকিল কোনটা ফেইক আইডি আর কোনটা আসল।কিছু কু-রুচি পূর্ণ মানুষ এইসব কাজ করে যা অন্য একজন আসল ফেসবুক ব্যবহারকারীকেভোগান্তিতে রাখার অস্ত্র হিসেবে।এটা অবশ্য কোন এক অজ্ঞাত হিংসার কারণে বা প্রতিশোধ কারণে।আমি আজ আপনাদের জানাতে চাই যে কিভাবে সহজেই চিনবেন ফেইক ফেসবুক আইডি।নিচে কয়েকটি পয়েন্ট দিলাম খুব সহজ।এবং শেষে জানিয়ে দিব কিভাবে তাদের(ফেইক আইডি) বৃন্দাবন(কবরে) পাঠাবেন।
নিচের পয়েন্ট গুলো খেয়াল করবেন।
.ফেসবুক প্রোফাইল আইডির প্রধানত হয় কোন সেলিব্রেটিদের।
যদি আপনার কাছে কোন ফ্রেন্ড রিকোয়েস্ট আসে অজানা কারও কাছ থেকে আপনি অবশ্যই নরমালি তার ফেসবুক প্রোফাইল ছবিটার দিকে তাকাবেন।ঠিক কিনা?যদি দেখেন যে আসলেই কোন সেলিব্রেটি ছবি থাকে তবে আপনি থেমে থাকবেন না।সামনে যান।প্রোফাইল  ছবির এ্যালবামে গেলেই দেখবেন যদি কয়েকটা ছবির পর নরমালি কোন মানুষের ছবি দেখা যায় তাহলে রিয়েল হতে পারে।আর যদি দেখেন যে না সেখানে শুধু সেলিব্রেটিদের ছবি তাহলে ইগ্নোর করে দিন।সেলিব্রেটিদের ছবি দেওয়ার আরেকটা কারণ থাকতে পারে,তা হল তার প্রিয় সেলিব্রেটি তাই।
.ফটো এ্যালবামে থাকবে অসামঞ্জস্য ২/৩ টা ছবি
আপনি আপনার পরিচিতদের বা অপরিচিতদের আসল আইডির দিকে তাকান।দেখবেন অন্তত বিগত ৩-৬ মাসে একটা না একটা ছবি আপলোড থাকবেই।আর থাকবে কি একটা বা দুইটা?অনেক থাকবে যদিও একজন নতুন ইউজার হয়।আর ফেইক আইডি তে দেখুন,ফটো এ্যালবামে যেন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।:-P
তাদের সর্বোচ্চ কয়টা ফটো এ্যালবাম থাকে? ১ টা কি ২ টা।থাকেনা কোন ফটো ক্যাপশনথাকেনা বন্ধুদের ভালো কোন কমেন্ট বা পুরনো কোন টপিকস এর উদ্ভাবন।আপনি কি খেয়াল করেছেন যে যেকোনো একটা ছবিতে কোন বন্ধুর কথায় আপনার কোন পুরনো স্মৃতি নিয়ে কমেন্ট হয়েছে?আর এদের তেমন কোন কথাই হয়না।কারণ ফেইক আইডির আবার পুরনো বন্ধু কোথায় আর স্মৃতিই বা কোথায়?অথবা রিয়েল আইডি তে দেখেছেন যে তার প্রিয় একটা বিষয়ে কিছু এ্যালবাম থাকে।কিন্তু ফেইক আইডি তে তা থাকেনা।
কোন এপ্লিকেশন দিয়ে তৈরি কোন ফটো এ্যালবাম ও থাকেনা।
.প্রোফাইলের তথ্য থাকবে অসম্পূর্ণ।
এটা একটা বাধ্যতামূলক বিষয় ফেইক আইডির জন্য।কারণ এদের সময় থাকেনা ফেসবুকের Info তে এইসব ঘর গুলো পুরন করার।কারণ এরা মহা ব্যস্ত থাকে ইন্টারনেটে বিভিন্ন জনকে বোকা বানাতে।অন্তত ১০ জন আসল এর সাথে এদের ফেইক ইনফমেশনকে মিলাতে পারবেন না।
.অযৌক্তিক তথ্য দেয়া থাকবে ঠিকানা,স্কুল,কলেজ বা ভার্সিটি,কাজেরস্থানের ক্ষেত্রে।
আপনি তার কথাবার্তায় কোন প্রমান বা মিল খুজে পাবেননা তার প্রোফাইলে দেওয়া ঠিকানা,স্কুল,কলেজ বা ভার্সিটি,কাজেরস্থানের ক্ষেত্রে।সে কোথায় আছে এখন তা সে নিজেও বলতে পারেনা।বলতে পারলেও প্রমান দেখাতে পারবেনা।যদি প্রমান দেখতে চান তবে আপনাকে Unfriend  করে দিবে সাথে সাথে।
.ফ্রেন্ড লিস্টে থাকবে এক ঘেঁয়ে সব মানুষ।
তার ফ্রেন্ড লিস্ট দেখলেই চমকে যাবেন।হয়তো থাকবে কোন এক শ্রেণীর মানুষ।হয়তো মেয়ে নয়তো ছেলে।এমন মানুষেই থাকবে যারা তার Hometown এর আশে পাশেই নেই।অথবা সে যেখানে বাস করে তেমন কেউ থাকবেনা।আমরা দেখি কম বেশি সবাই Family এড করে রাখেন।কিন্তু তাদের কোন ফ্যামিলি নেই।লিস্টে নেই কোন সদস্য।আর যেইসব আইডি থাকবে তাদের কমেন্ট যদি পান তার কোন ইভেন্ট বা ছবিতে তবে তার উত্তর থাকবেনা ৭০% কমেন্টোরের জন্য।
.স্ট্যাটাস আপডেট তো থাকেই না।
তার প্রোফাইল ফীড এ থাকবে শুধু অমুক-তমুক are now friendswith… এসবে তার প্রোফাইল ওয়াল ভরে থাকবেআজীবন।তার কোন ইন্টারেস্ট খুঁজে পাবেন না এসবের দিকে।থাকবেনা নিয়মিত কোন লাইক বা কমেন্ট আপনার কোন ফটো বা স্ট্যাটাস এ।
.প্রোফাইল ফীড এ থাকবে শুধু কিছু অজ্ঞাত সাইটের লাইক বাশেয়ারিং লিঙ্ক ।
তার প্রোফাইলে গেলেই পাবেন কিছু অজ্ঞাত সাইটের লিঙ্ক বা কোন এডাল্ট পেজের লাইক বা কমেন্ট।কারণ সে এইসবে ব্যস্ত থাকবে যতক্ষন সে এখানে থাকে।
এইসব কিছু লক্ষ্য করলেই ফেইক আইডি কে সহজেই Avoid করা সম্ভব।আবার কিছু মানুষ আছে যারা ফ্রেন্ড লিস্ট কে বড় বানায়।বড় বানালে নাকি ফেসবুক পুরস্কার দেয়?তাহলে আমার ও করতে হবে এটা! :-P
একটু খেয়াল করে দেখুন।ওই আইডি আপনার লিস্টে আছে।আপনার কোন ঘনিষ্ঠ বন্ধুকে রিকোয়েস্ট পাঠাবে বিরক্ত করতে।ওই বন্ধু দেখবে আপনি তার Mutual Friend তাহলে তিনি একসেপ্ট করতে দ্বিধা নাও করতে পারে।তাহলে একজনের দ্বারা অন্যজনের দিকে সে এগোচ্ছে।আর কিছু পুরুষ! আছে যারা মেয়েদের পোশাক পরে থাকতে খুবই পছন্দ করে।তাই তারা এইসব ফেইক ফেসবুক আইডি বানিয়ে দিনের পর দিন চলতে থাকে ইন্টারনেট জগতে।তাই তাদের অনধিকার চর্চা রোধে আমাদের একটি গ্রুপ আছে যেখানে এইসব আইডি কে কবর দেওয়ার ব্যবস্থা করা আছে।আপনি সেই গ্রুপে জয়েন করলেই বুজতে পারবেন।এবং সেখানে একটি ফটো এ্যালবামে কিছু স্যম্পল আছে ফেইক আইডি কেমন হয়।
তাহলে আমি আজ বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকুন।ধন্যবাদ।
খোদা হাফেজ

মঙ্গলবার, ২৯ মে, ২০১২

আয় করুন online survey করে , কাজ খুব সহজ এবং নতুন দের জন্য উপযুক্ত….

“আসুন এক ক্লিকে ১০ ডলার আয় করি কিংবা কয়েক সেকেন্ড কয়েকশো ডলার আয় করি , এরকম অনেক কিছুতে আকৃস্ট আমরা আমাদের সময় নস্ট করি । পিটিসি , পিপিসি কিংবা এরকম কিছু আপনার ফ্রিল্যান্সিং জীবনকে শুধু বিভ্রান্তই করেনা ধ্বংস করে দেয় আপনার ধৈর্যশক্তিকে নস্ট করে ।
  আজ আমি আপনাদের আয়ের একটি পুরনো উপায় সম্পর্কে হীনজ্ঞান থেকে কিছু বলব । সার্ভে বা জরিপ হলো কোন সাইট না খুলেই অন্য সাইটকে প্রমোট করা । এখানে যেসব কাজ করতে হয় তথ্য প্রদান ,ইমেইল দেখা , ইমেইল সেটিংস , কমেন্ট করা , গেম খেলা , শপিং , প্রমোশন এরকম সাধারণ কাজ । তাছাড়া রেফারেল সুবিধা রয়েছ । সার্ভে করে মোটা অংকের আয় আসতে পারে । আপনাকে ধৈর্যশীল হতে হবে ।সার্ভে সহ নানা ধরণের কাজ করে আয় করা যায় , তা
    আজকাল অনেক সাইট আছে সার্ভে করার । কিন্তু আপনাকে সঠিক সাইট বেছে নিতে হবে । যদি কোন সাইট $১৫০ হতে আরও বেশী অংকের অর্থ দিতে চাই তাহলে সেই সাইট বাচুন । আপনাদের এই সঠিক সাইট বাছার কাজটি সহজ করতে কিছু সাইটের লিংক দিলাম -
     1. http://j.gs/124T
     2. http://adf.ly/93kNn undefined
এসব সাইট রিয়েল পেয়িং সাইট । প্রথম ২টিতে আমার নিজের একাউন্ট আছে । একটি কথা আপনাদের বলতে চাই ইউএস , ইউকে , কানাডা এসব দেশে প্রচুর চলে এবং আয় আমাদের কাছে স্বপ্নের মত । আমাদের মত দরিদ্র দেশে কাজ ধনী দেশের মত ধেলে দেয় না । তাই চেস্টা চালিয়ে যান ।

DOWNLOAD করে নিন আপনার মনের মত যেকোন SOFTWARE,CRACK,SERIAL KEY !!!!!!!!

এখন থেকে আপনি আপনার ইচ্ছ মত যেকোন  SOFTWARE,CRACK,SERIAL KEY,  DOWNLOAD করে নিতে পারবেন তাও আবার ফ্রি!!!!.
তবে আপনাকে পর্যায়ানুক্রমিক ভাবে কিছু কাজ করতে হবে । চিন্তা করবেন না।আমি সবকিছু সুন্দর ভাবে ছবি সহ প্রকাশ করলাম । তার পরও সমস্যা হলে মন্তব্য করুন ।
যা করতে হবে
(১)এই লিং এ যান
(২)আপনার প্রয়জনমত OPTION  এ টিকদিন ।

(৩)SEARCH এ ক্লিক করুন ।

(৪)প্রয়জনিয় বিষয় এর উপর মাউস রেখে একটি নতুন TAB খুলুন

(৫)এবার এই লিং এ  যান এবং একটি  ACCOUNT করুন VALID  EMAIL এর প্রয়জন নাই


(৬)এখানে মউস রেখে লিং COPY  করুন

(৭)এখানে PAST  করুন এবং GO Free তে ক্লিক করুন


(৮)UPLOAD  COMPLETE হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ।তবে মজার বিষয় হল এইযে আপনি আপনার COMPUTER OR BROWSER  বন্ধ করে রখলেও কাজ হবে । পরবতিতে UPLOAD COMPLETE  হলে আপনি DOWNLOAD  করে নিন ।

আপনি এখান থেকে যেকোন SIZE  এর FILE   DOWNLOAD করতে পারবেন এবং আপনার ইচ্ছ মত সময়ে অর্থাত আপনার  যদি  ৩GB FILE  হয় তাহলে আপনি  ২০০,৫০,১৫০,৫০০  MB করে DOWNLOAD  করতে পারবেন ।আর আপনাকে  IDM DOWNLOAD MANAGER  ব্যবহার করতে হবে । তাহলে দেরি না করে শুরু করুন এখনি ।


আর মজার মজার বিষয় পেতে  VISIT করুন

শুক্রবার, ২৫ মে, ২০১২

mojar game zone

http://blackhash.weebly.com/245525032478-246025072472.html

ডাউনলোড করে নিন ANGRY BIRDS SPACE আপনার পিসির জন্য (না দেখলে মিস করবেন)!!

undefined
সবাইকে সালাম ও শুভেচ্ছা।
কেমন আছেন আপনারা? আশা, করি আপনারা সবাই খুব ভাল আছেন :)
আজ আমি আপনাদের ANGRY BIRDS সিরিজ এর নতুন গেম ANGRY BIRDS SPACE এর ডাউনলোড লিঙ্ক দেব :) :D
আগে এই গেমটি সম্পর্কে কিছু বলা দরকারঃ
গেমটির কাহিনি হলঃ
কিছু পাখির ডিম একদল শুয়োর বার বার খেয়ে ফেলে। এতে পাখিরা ভীষণ চোটে জায়। তারা নিজেই গুলতিতে চরে ছুটে যায় সেই শুয়োরগুলোর কাছে অ তাদের ধ্বংস করে।
ANGRY BIRDS এর নতুন এই সিরিজে শুয়োরদের বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে মহাকাশে! তাই, মজার এই অ্যাডভেঞ্চার এই গেমটি না খেলে থাকলে মিস করবেন।
এজন্য, এখনই ডাউনলোড করুন ও খেলতে থাকুন গেমটি!
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে।
কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। :) :) :) :)

লক করে রাখুন ব্যক্তিগত ছবি কে।

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশা করি সকলে ভালো আছেন। Lockimage নামের এই সফটওয়্যারটির মাধ্যমে যে কোন ইমেজকে প্যাসওয়ার্ড প্রোটেক্ট করা যাবে।
undefined
কম্পিউটারে যদি কোন গুপ্ত ছবি থাকে এবং অন্য কারও নজর থেকে ইমেজটিকে বাঁচিয়ে রাখতে হয় তবে এই Lockimage কে ব্যাবহার করা যাবে। ৩২ কেবির এই ছোট্ট সফটওয়্যারটি খুজে পেলাম,ব্যাবহার করে দেখলাম ভালই লাগছে গুগল কোড লক ইমেজ এখানে জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ LockImage-0.1-bin.zip করে  রান করলেই হবে। এটি রান করলেই সামনে  যে উনন্ডো আসবে তার File অপশনে গিয়ে ইমেজটি লোকেশান দেখিয়ে দিলেই ইমেজটি এর মধ্যে অপেন হবে,এবার আর একবার File এ গিয়ে Save As করলেই প্যাসওয়ার্ডের উনন্ডো আসবে এখানে প্যাসওয়ার্ডের দিয়ে সেভ করলেই ইমেজটি প্যাসওয়ার্ড প্রোকেক্ট হয়ে যাবে। এর পর থেকে ইমেজটি অপেন করতে হলে প্যাসওয়ার্ড দিয়ে অপেন করতে হবে।
Downlod http://adf.ly/2qIXw

ইন্টারনেট ব্যবহার রাখুন নিজ আয়ত্বে

undefined
আশা করছি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন।
আজ একটি ছোট জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।এইতো ২/১ দিন আগে ফেসবুকে আমাদের বৃহত্তর হেল্পফুল গ্রুপ diptos309.blogspot.com এ একজন ভাইকে এই ছোট সফ্টওয়্যারটি দিয়ে হেল্প করেছিলাম বিস্তারিত লিখে।ভাবলাম এটা উনার মত অন্য সবার কাজে আসবে।এবং যারা জানেনা এটির ব্যাপারে তাদের জন্য উপকারী বটে।
আমি নিজেই অনেকদিন ধরে ব্যাবহার করছি।এবং আমার বেষ্ট সফ্টওয়্যার গুলোর মধ্যে অন্যতম এটি।
আশা করছি একেবারে খারাপ লাগবেনা আপনাদের।তাহলে শুরু করছি আজকের পোষ্ট।
আমরা অনেকেই মডেম বা মোবাইলে বিভিন্ন কোম্পানীর সিম এ বিভিন্ন লিমিটেড/আনলিমিটেড প্যাকেজ ব্যাবহার করি।অনেকই ১/৩/৫/৭/১০/১২ জিবির প্যাকেজ নিই।কিন্তু আপনার মোট ব্যাবহারের পরিমান কত তা জানতে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়।অথবা কাষ্টমার কেয়ারের সাহায্য নিয়ে ডাটা ইউজ এর পরিমান জানতে হয়।মূলত ব্যাপারটা অনেক ঝামেলার।তাই এই সফ্টওয়্যার টি দ্বারা আপনি জানতে পারবেন কোন দিন কত ডাটা ব্যাবহার করেছেন।কোন মাসে কত ডাটা ব্যাবহার করেছেন।এভাবেই ইন্টারনেট ব্যাবহার থাকবে নিজের আয়ত্বে।
মূলত সফ্টওয়্যারটির আসল কাজ হচ্ছে আপনার নেট কানেকশান এর স্পীড কত তা দেখানো।অনেকেই DU METER সফ্টওয়্যারটি ব্যাবহার করেন স্পীড মাপার জন্য।সাথে কোন কিছু ডাউনলোড করার জন্য IDM (INTERNET DOWNLOAD MANAGER)ব্যাবহার করেন।কিন্তু আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন কি DU METER এর ডাউনলোড স্পীড IDM এর ফাইল ট্রান্সফার রেট এর সাথে মিল আছে?মিল নেই।কারণ DU METER প্রায় সময় সঠিক ডাউনলোড স্পীড শো করেনা।কিন্তু এই সফ্টওয়্যারটি ব্যবহার করলে দেখবেন যে এর স্পীড এবং IDM এর ফাইল ট্রান্সফার রেট সমান।
undefined
DU METER এর আরেক ঝামেলা লাইসেন্স কী এবং ক্র্যাক করা।এই সফ্টওয়্যারটি তে লাইসেন্স এর কোন ঝামেলা নেই।সম্পূর্ণ মুক্ত সফ্টওয়্যার।
সফ্টওয়্যারটির নাম NET SPEED MONITOR
সফ্টওয়্যারটি এখান থেকে ডাউনলোড করেন নিন।SKIP AD এ ক্লীক করুন।ইন্সটল করে পিসি রিস্টার্ট করুন।
সিস্টেম ট্রে বা টাস্ক বারে রাইট ক্লীক করে টুলবার থেকে NET SPEED MONITOR এ টিক দিন।
নিচের স্পীড এ রাইট ক্লীক করে অপশন থেকে Configuration এ যেয়ে General এ Network interface থেকে আপনার মডেম টি বাছাই করুন।Bitrate থেকে kB/s বাছাই করুন।
Tooltip থেকে Enable Toolbar Tooltip এ টিক দিন।Delay Time(ms) এ 0 এবং Unit এ MB বাছাই করুন।অন্যসব কিছু অপরিবর্তিত রেখে Apply দিয়ে ok ক্লীক করে বের হয়ে আসুন।
undefinedএভাবে ব্যাবহারের ফলে প্রতিদিন আপনি কত ডাটা ব্যাবহার করছেন তা Data traffic থেকে জানতে পারবেন।ডাটা Group এ DAY বাছাই করে ok দিন।
কোন সমস্যা থাকলে কমেন্টে জানাতে ভুলবেননা।
আজ এই পর্যন্তই।সবাই ভাল থাকুন।
ধন্যবাদ সবাইকে।

ডিলিট করে দিন ফেসবুক একাউন্ট আজীবনের জন্য

undefined
আসসালামুয়ালাইকুম।
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।আশা করছি সবাইভালো আছেন।
অনেক কিছু মাথায় নিয়ে ঘুরি আপনাদের দেওয়ার জন্য।ব্যস্ততার কারনে দেওয়া হয়না।
তেমন একটি ছোট জিনিস নিয়ে হাজির হলাম আজ আপনাদের সামনে।শেষ পোস্টে লিখেছিলাম,প্রয়োজন ছাড়া লেখতে ইচ্ছে করে না।তেমন একটি প্রয়োজনীয় লেখা আপনাদের দিতে এসেছি আজ।প্রয়োজন টা আমি অনুভব করি ফেসবুকের সর্বাধিক জনপ্রিয় গ্রুপ diptos309.blogspot.com থেকেই।
কিছু দিন আগেই দেখলাম কয়েকজন পোস্ট করেছেনঃতাদের সমস্যা,তাই তারা তাদের ফেসবুক একাউন্ট কে পারমানেন্টলি ডিলিট করে দিতে চান।কয়েকজন বলেছেন সাধারন নিয়মে Account>Security পেজে নিচের Deactivate your Account এ যেয়ে Deactive করে দিন।আমি তখনও জানতাম না যে এই ফেসবুক একাউন্ট কি পারমানেন্টলি ডিলিট করা যায় কিনা?তারপর অনেক ঘেঁটে বের করলাম উপায় কি!
এটা হয়তো কেউ বলবেন যে,আগে থেকেই জানেন।কিন্তু এখানে পণ্ডিতি না করে ওখানে এসে সমাধান টা দিলেই আপনার পণ্ডিতি ধরা যেতো।তাহলে আপনার বলাটা সার্থক হতো।যাইহোক,বলে দিচ্ছি কিভাবে ফেসবুক একাউন্ট কে পারমানেন্টলি ডিলিট করবেন।
সাধারণত উপরের দেওয়া নিয়মে করলে আপনি আবার কখনও মনের ভুলে লগ ইন করলেই ফেসবুক একাউন্ট টি আবার একটিভ হয়ে যাবে।
তাই একেবারে আজীবনের জন্য যদি আপনার ফেসবুক একাউন্ট টি পারমানেন্টলি ডিলিট করে দেওয়ার পূর্ণ ইচ্ছা থাকে তবে এখানে ক্লিক করুন(তবে খুব ভালো করে চিন্তা-ভাবনা করে নিবেন আগে)।লিংকে যেয়ে Submit বাটনে ক্লিক করুন।নির্দেশনা ফলো করুন।নতুন উইন্ডো তে আপনার পাসওয়ার্ড দিন।নিচের অংশে ছবির মত কেপচা ওয়ার্ড পুরন করে Okay ক্লিক করুন।
এরপর যেই পেজ আসবে এখানে লেখা আছে তা ভালো করে লক্ষ্য করুন।আপনাকে আবারও সতর্ক করা হবে,আগামী ১৪ দিনের মধ্যে যদি লগ ইন করেন তবে আপনি এই ডিলিট একশন টা কেন্সেল করতে পারবেন।এছাড়া ১৪ দিন পরেই আপনার ফেসবুক একাউন্ট টি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে।যা আর কখনও ফেরত পাবেন না।
undefined
তাহলে আপনি আপনার ফেসবুক একাউন্ট টি পারমানেন্টলি ডিলিট করতে থাকুন।আমি বিদায় নিলাম।

খুব সহজে হ্যাক করুন আপনার নকিয়া মোবাইল। HACK NOKIA MOBILES

HACK YOUR MOBILE
আমাদের দেশে বেশির ভাগ মোবাইল ব্যবহারকারীর অন্যতম চয়েজ হলো সিমব্রিয়ান অপারেটিং সিস্টেম চালিত নকিয়া মোবাইল ফোন।
বর্তমানে নকিয়া তাদের S60 3rd এবং S60 5th এডিশন মোবাইল গুলোতে খু্বই বিরক্তিকর একটি অপশন যোগ করেছে। আর তা হল যেকোন ‍sis, sisx সফটওয়ার ইনস্টলের সময় সার্টিফিকেট চেক করা। এর ফলে থার্ড পার্টিদের বানানো ‍sis, sisx ফরমেটের কোন সফটওয়ার এই সকল সেটে ইনস্টল করা যায় না।ইনস্টল করতে গেলে এরকম লেখা আসে
TIPS GIVEN BY NASIR
i) Certificate expired
ii) Contact application supplier
iii) Unsigned application
iv) Constrained by certificate
v) Unable to install a protected application from an untrusted  supplier
আমি এই সমস্যার একদম নতুন এবং খুব সহজ একটা সমাধান দেব ।

প্রথমেই বলে দেই যে এই কাজ করতে আপনার কি কি জিনিস দরকার হবে।
১.    মিডিয়াফায়ার হতে একটা ফাইল ডাউনলোড করতে হবে। সাইজ মাত্র ১ মেগাবাইট। ইদানিং মিডিয়াফায়ারে ডাউনলোড করতে একটু সমস্যা হচ্ছে। চেষ্টা করবেন ফাইলটি পিসি দিয়েই ডাউনলোড করতে। তারপরেও যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে এই লিংকে ক্লিক করে দেখতে পারেন যে কিভাবে মিডিয়াফায়ার হতে যেকোন ফাইল ডাউনলোড করবেন। LINK.
২.     মেমোরী কার্ড রিডার বা নকিয়া সেটের ইউ এস বি ক্যাবল।
৩.    একটা নকিয়া সিম্ব্রিয়ান আন হ্যাক মোবাইল ফোন যার বিন্টইন মেমোরী বা এক্সর্টারনাল মেমোরী কার্ড লাগানো যায়।
৪.     একটা কম্পিউটার, হতে পারে সেটা ডেক্সটপ বা ল্যাপটপ

ব্যস আর কিছু দরকার নাই। এবার নিচের ধাপ ‍গুলো অনুসরন করুন:
ক.    সবার প্রথমে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করে নাসির টুলবক্স টা ডাউনলোড করে নিন। পাসওয়ার্ড চাইলে দিন   
         PCHELPLINEBD
ডাউনলোডকৃত ফাইলটি .rar ফরমেটের, যা আপনি কম্পিউটারের উইনরার বা 7 zip দিয়ে এক্সটার্ট করতে পারবেন। এক্সটার্ট করলে আপনি এর ভিতরে কয়েকটা ফাইল/ফোল্ডার পাবেন। যা নিম্নরুপ:
.    drweb_antivirus.sis
.     Installserver এই নামের একটা ফোল্ডার।
.    20024113 এই নামের একটা ফোল্ডার।
.     RomPatcher+_3.1_LiteVersion.sisx
.    Patches এই নামের একটা ফোল্ডার।
খ.    এখন আপনার মোবাইলকে পিসি এর সাথে কানেক্ট করুন অথবা সেটের ইউ এস বি ক্যাবল না থাকলে মেমোরী কার্ডরিডার দিয়ে সেটের মেমোরী কার্ডটিকে পিসিতে কানেক্ট করুন।
গ.    যদি মোবাইল সেটের ইউ এস বি ক্যাবল দিয়ে কানেক্ট করেন তাহলে এটা খেয়াল রাখবেন যেন আপনার মোবাইলটি পিসির সাথে পিসি সুইট মোডে কানেক্ট না হয়। অর্থাৎ মোবাইলটিকে পিসির সাথে mass storage মোডে কানেক্ট করবেন। এবং সাথে সাথে দেখে নিবেন যেন আপনার পিসিতে ইন্সটলকৃত নকিয়া সুইট বা অভি সুইট কোনটাই যেন রানিং/অন  না থাকে। এই কাজ এই জন্য করা হলো যেন মেমোরী কার্ডের সিস্টেম ফাইলে সহজেই ঢুকা যায় এবং পরবর্তি কাজ করা সম্ভবপর হয়।
TIPS GIVEN BY NASIR
ঘ.    এখন 20024113 এই নামের যে ফোল্ডারটা আছে তা কপি করে আপনার মেমোরী কার্ডের  Private ফোল্ডারে পেষ্ট করুন। মনে রাখবেন আপনার মেমোরী কার্ডে ঢুকবেন, আবার ভুল করে সেটের মেমোরীতে ঢুইকেন না। আরেকটা কথা যদি মেমোরী কার্ডে   Private  নামক ফোল্ডারটা না পান তাহলে আপনার পিসির হিডেন ফাইল শো করার অপশনটা চালু করে নিয়েন যাতে সকল প্রকার হিডেন/সিস্টেস ফাইল/ফোল্ডার দেখতে পান। তার পরেও যদি মেমোরী কার্ডে ঐ ফোল্ডারটা না পান, তাহলে আর কি করবেন নিজেই মেমোরী কার্ডে    Private নামক একটা ফোল্ডার বানিয়ে তাতে পেষ্ট করুন।
ঙ.    এখন drweb_antivirus.sis , patches, InstallserverRomPatcher+_3.1_LiteVersion.sisx এই চারটা  ফাইল/ফোল্ডার জাস্ট মেমোরী কার্ডে রেখে পিসি হতে মোবাইল ডিসকানেক্ট করুন।
চ.     এখন আপনার সেটে drweb_antivirus.sis নামক এ্যান্টি ভাইরাসটা ইন্সটল দিন। কোন প্রকার registration key চাইলে জাস্ট press cancel. তাহলে এই এ্যান্টিভাইরাসটা ট্রায়াল মোডে একটিভেট হবে, যা আমাদের পরবর্তি কাজের জন্য যথেস্ট।
TIPS GIVEN BY NASIR
ছ.    এখন ঐ এ্যান্টিভাইরাসটা চালু করেন। Go to Options > Quarantine> Options> Select all > Options > Restore. ছবি দেখুন:
TIPS GIVEN BY NASIR
জ.    এবার ইন্সটল করেন RomPacther+ 3.1 Lite. এবং ইন্সটল হয়ে গেলে এটি চালু করেন। দেখবেন এইরকম একটা ছবি আসবে।
TIPS GIVEN BY NASIR
ঝ.     Install Server RP+ এবং  Open4All RP+  patch  এ apply করেন।
TIPS GIVEN BY NASIR
TIPS GIVEN BY NASIR
ছবিতে খেয়াল করুন ঐ দুটি  apply করার পর সবুজ টিক চিন্হ হয়ে আছে। আর যদি লাল ক্রস আসে তাহলে পরবর্তি ধাপ অনুসরন করলেই হবে। এখন কিন্তু আপনার সেট হ্যাক হয়ে গেল। যেকোন সফটওয়্যার ইন্সটল দেয়া শুরু করে দিন। এই পাচগুলোর অপশনে যেয়ে add to auto  সিলেক্ট করে রাখলে আপনাকে সেট রিস্টার্ট দিয়ে প্যাচ গুলো এপ্লাই করা দরকার হবে না। আর যদি add to auto না করেন তাহলে জাস্ট যেকোন আনসাইনড সফটওয়্যার ইন্সটলের আগে এপ্লাই করে নিবেন।
ঞ.     তার পরেও কোন সমস্যা হলে আপনার সেটের সাপোর্টেড installserver.exe ফাইলটি যা  আমার দেয়া installserver নামক ফোল্ডারের ভিতর আছে তা কপি করে সেটের মেমোরীর C:/sys/bin ফোল্ডারে Xplore or Mobile Guard এর মাধ্যমে পেষ্ট করুন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার সেটে কোন ভার্সনের ফাইলটা সুইট করবে। এই জন্য আপনি গুগল এ সার্চ করবেন এই ভাবে nokia c5-oo full specification (কারন আমার সেট নকিয়া সি ৫ । আপনি ও আপনার সেটের মডেলের নাম দিবেন)। সার্চের রেজাল্টের প্রথমেই জিএসএম এ্যারেনার সাইট চলে আসবে। তাতে ক্লিক করলে আপনার সেটের ফুল কনফিগারেশন দেখতে পারবেন। দেখবেন এইরকম: OS: S60 3rd Edition 9.3 জাতিয় কিছু। এখানের এই 9.3 নাম্বারটাই আপনার দরকার হবে।  নকিয়া সেট হ্যাকিং সম্পন্ন।

*** Note : All Symbian Os9.x, Symbian ^3 , Anna and belle series devices can be hacked by using this method (please use symbian ^3 installserver for both Anna and belle).

কিছু সাপোর্টিং সফটওয়্যারের লিংক দিলাম। না থাকলে ডাউনলোড করে নিয়েন।
Xplore   DOWNLOAD
শুধুমাত্র আমার এই পোস্টের হ্যাকিং সম্পর্কিত যে কোন প্রয়োজনে আমার ফেসবুক আইডির ওয়ালে বা ম্যাসেজে লিখতে পারেন। আমার ফেসবুক আইডির লিংক: https://www.facebook.com/mdnsr
এই আর্টিকেলটি প্রথম প্রকাশিত হয়েছে আমার পরিচিত ফেসবুকের একটা পেজে। যার নাম Nokia C5. লিংক: https://www.facebook.com/pages/Nokia-C5/303864502973157

ধন্যবাদ। সবাই ভাল থাকবে