জনপ্রিয় পোস্টসমূহ

বুধবার, ৩০ মে, ২০১২

কিভাবে যেকোনো সফটওয়্যার এর পোর্টেবল ভার্সন তৈরি করবেন?

কিছু দিন আগে পিসি হেল্প লাইনেই এই শিরোনামে একটা লেখা পাই। তো সেখানে থাকেই অণুপ্রাণিত হই এই পোস্টটি দিতে।
লেখাটি অনেক সংক্ষিপ্ত আকারে ছিল। ফলে বুঝতে অনেক সমস্যা হয়েছিল। তাছাড়া প্রয়োজনীয় ছবি না দেওয়ায় আমার মতে লেখাটি স্বংসম্পুর্ন ছিল না। তাই চিন্তা করলাম কিভাবে ব্যাপারটি আরো সহজভাবে উপস্থাপন করা যায়। সেই চিন্তা থেকেই আজকের এই প্রচেষ্টা। ছবিসহ সমৃদ্ধ একটা পিডিএফ তৈরি করে ফেললাম।
নতুন পোস্ট… তাই যেকোনো ধরনের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর একটি কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো আর দেরি কেন…নিচের লিংক থেকে ডাউনলোড করে ফেলুন ছোট্ট এই পিডিএফ ফাইলটি…

http://www.mediafire.com/?uhy9vb6re3n7v6t

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন