আপনার পিসিতে যে কেউ এক্সেস করার জন্য চেষ্টা করতে পারে আপনার অগোচরে।
তাই পাসওয়ার্ড ব্যবহার এর ক্ষেত্রে একটু জোরদার করুন। আর এই ইউজার
পাসওয়ার্ড কেউ ভুল দিয়ে খোলার চেষ্টা করলে যেন পিসি হ্যাং হয়ে যায়
সেব্যবস্থা করুন।

প্রথমে নিচের ধাপগুলো অনুসরন করুন।
Control Panel > Administrative Tools > Local Security Policy > Security Settings > Account Policies > Account Lockout Policy
এবং তিনটি অপশনেই ডাবল ক্লিক করে ভেলু ৩ করে দিন
এবার Security Options এ যেয়ে Enabled করে দিন
এটা ক্লোজ করে Start মেনু থেকে Run এ গিয়ে টাইপ করুন REGEDT এবং ইন্টার প্রেস করুন
এর নিচের ধাপগুলো অনুসরন করুন
HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > MICROSOFT > WINDOWS NT > CURRENTVERSION > WINLOGON
এখানে এসে Forceunlocklogon এ ডাবল ক্লিক করে ভেলু ১ করে দিন
এরপর ক্লোজ করে পিসি রিষ্টার্ট দিন আর দেখুন যদি ভুল পাসওয়ার্ড তিন বার দেওয়া হয় তাহলে পিসি হ্যাং হয়ে যাবে ।
ধন্যবাদ সবেইকে।
প্রথমে নিচের ধাপগুলো অনুসরন করুন।
Control Panel > Administrative Tools > Local Security Policy > Security Settings > Account Policies > Account Lockout Policy
এবং তিনটি অপশনেই ডাবল ক্লিক করে ভেলু ৩ করে দিন
Security Settings > Local Policies > Security Options
এর নিচের ধাপগুলো অনুসরন করুন
HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > MICROSOFT > WINDOWS NT > CURRENTVERSION > WINLOGON
এরপর ক্লোজ করে পিসি রিষ্টার্ট দিন আর দেখুন যদি ভুল পাসওয়ার্ড তিন বার দেওয়া হয় তাহলে পিসি হ্যাং হয়ে যাবে ।
ধন্যবাদ সবেইকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন