জনপ্রিয় পোস্টসমূহ

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

ওয়ার্ডপ্রেস সাইটকে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে কি করবেন?

প্রথমেই বাংলাদেশ সাইবার আর্মি এবং বাংলাদেশের সকল হ্যাকারদের তাদের এত ভাল দাবী নিয়ে কাজ করার জন্য অভিনন্দন জানাচ্ছি।
আমারা ইন্টারনেট ইউজাররা সবাই জানি বাংলাদেশ ও ভারতের মধ্যে সাইবার যুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশের হ্যাকাররা প্রতিদিনই কয়েক হাজার ওয়েবসাইট হ্যাক করেছে। এমতাবস্থায় ভারতের সাইবার আর্মিরাও কিন্তু চুপ থাকবেনা। তাই তাই আমারা ওয়েবসাইট মালিকরা অনেক নিরাপত্তাহীনতায় ভূগছি। কখন আমাদের ওয়েবসাইট হ্যা…ক হয়ে যায়। তাই আমার আপনাদের প্রতি কিছূ টিপস।
১। আপনার সি-প্যানেল এবং অপারেটিং সিস্টেম (জুমলা/ওয়ার্ডপ্রেস) এর পাসওয়ার্ড পৃথক পৃথক ব্যবহার করম্নন।
২। ওয়ার্ডপ্রেস ইউজাররা আপনাদের লগ-ইন প্যানেল হাইড করারর জন্য। WP-Block Plugin ব্যবহার করম্নন। এটি আপনার ওয়েবসাইটের নিরাপত্তা অনেক হারে বৃদ্ধি পাবে। এর ফলে হ্যাকাররা আপনার লগ-ইন প্যানেলই খুজে পাবেনা। যেমন, আগে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলর লগ-ইন করার জন্য www.yourdomain.com/wp-admin এ গেলেই লগ-ইন প্যানেল পেয়ে যেতেন। কিন্তু এটি ব্যাবহার করে যে কেউ আপনার ওয়েবসাইটের লগ-ইন প্যানেলে প্রবেশ করতে পারবে। এটি বন্ধ করার জন্য নিচের উপায়ে কাজ করুন  প্লাগ-ইনটি পাবেন
এই ঠিকানায়
এটি ইনস্টল করুন এবং Tools –> WP-Block এ গিয়ে Security Key ব্যাবহার করম্নন।
এখন খেকে লগ-ইন করার সময় www.yourdomain.com/wp-login.php?access=security key -তে যান এবং পূর্বের ন্যায় লগ-ইন করুন।
এখন কেউ আপনার ওয়েবসাইটে লগ-ইন প্যানেলে ঢুকার জন্য www.yourdomain.com/wp-admin লিখলে তা Re-direct করে Home Page এ নিয়ে যাবে।
এ প্লাগ-ইনটি ব্যবহার করার জন্য ইউজার একটি রাখতে হবে। এবার আপনার ওয়েবসাইটটি নিরাপদ। তবে কোন আজে বাজে প্লাগ-ইন করবেন না।
আমার ওয়েবসাইট
আপনারও আপনাদের ওয়েবসাইট নিরাপদ রাখার টিপস গুলো ঝযধৎব করুন। বাংলাদেশের ওয়েবসাইটগুলো নিরাপদ রাখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন