জনপ্রিয় পোস্টসমূহ

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

■ নতুন বছরে বদলে ফেলুন কম্পিউটারের Hard Disk Drive-এর ব্যাকগ্রাউন্ড ■ (Updated)

➨ নতুন বছরে বদলে ফেলুন কম্পিউটারের Hard Disk Drive-এর ব্যাকগ্রাউন্ড
‘‘আস্সলামুআলাইকুম’’
Wish You Happy New English Year.আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় শেয়ার করব। জানা আছে কি’না জানিনা তবে আপনি যদি মনে করেন, আপনার কম্পিউটারের হার্ডডিস্কের ড্রাইভগুলো Open করে ড্রাইভে থাকা ফোল্ডারগুলোর পেছনে, ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখবেন আপনারই পছন্দের কোন ছবি তবে তা করতে পারেন সহজেই Notepad-এর ছোট্ট‌ একটি প্রোগ্রামের সাহায্যে।
কম্পিউটারে Live আওয়াজ তুলুন !!!







এজন্য আপনাকে Notepad Open করে নীচের সংকেতটি লিখতে হবে।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Turjo\Background.jpg
এখন, ৫ লাইনের এই প্রোগ্রাম File-টি desktop.ini নামে Save করুন।
Documents-এ Save করতে অসুবিধা হলে, ডেস্কটপেই Save করতে পারেন। কারন, My Documents-এ একই নামে অন্য একটি ফাইল থাকার কথা।
এবারে, আপনি আপনার কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভে (ফোল্ডারে নয়) desktop.ini নামের ফাইলটি Copy করুন এবং একই Drive গুলিতে Turjo নামের একটি ফোল্ডার তৈরি করুন।
এখন, আপনি যে ছবি আপনার Drive গুলোর ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখতে চান তা jpg ফরম্যাটে নিয়ে Background (File Extention সহ Background.jpg/.Jpeg নয় ) নাম দিয়ে Turjo নামের ফোল্ডারে Save করুন।
Click Here
আপনার Refresh দেয়ার অপেক্ষা মাত্র। রিফ্রেস করার সাথে সাথে আপনি আপনার পছন্দের ছবিটি ড্রাইভের ব্যাকগ্রাউন্ড‌ হিসেবে দেখতে পাবেন।
উক্ত‌ ফোল্ডারে যে ছবি রাখবেন, তাই Background ইমেজ হিসেবে Show হবে।
তবে উক্ত‌ ছবিটি আপনার কম্পিউটারের Resolution অনুযায়ী হলে ভাল হয়। (যেমন:1724×768)
আপনার কম্পিউটারে মনিটরের Resolution জানতে হলে Desktop -এর ফাঁকা স্থানে ডান ক্লিক করে Properties –এ গিয়ে Settings ট্যাবে ক্লিক করে বা’দিকের নীচে লক্ষ করুন।
আর হ্যা, হালকা ধরনের ছবি সিলেক্ট‌ করবেন। নয়তো অন্যান্য Folder –এর নাম পড়তে অসুবিধা হতে পারে।
চাইলে ছবি ও Folder-এর নাম পরিবর্তন করতে পারেন। সেক্ষেত্রে, Notepad Program-এ সংশ্লিষ্ট‌ অংশটুকু পরিবর্তন করতে হবে।
আপনাদের আরো সুবিধার জন্য একটি নমুনা File এখন ইন্টারনেটে। Link এর জন্য নীচের ছবিটিতে Click করুন।
Click Here
Or এখানে ক্লিক করুন।
ফাইলটি প্রায় 150kb. Zip ফরম্যাটে থাকা 2টি File আনজিপ করে কম্পিউটারের যেকোন Drive এ নিয়ে রিফ্রেস দিলেই হবে।
তো আর বেশিকিছু নয়। নতুন বছরের শুভকামনায় আমি তুর্য বিদায় নিচ্ছি।-আল্লাহ্হাফেয
The End
Stay With Us

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন